বলিউড কাঁপাতে আসছে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’।
সিনেমায় এসে পাল্টে দেন চলচ্চিত্রের দৃশ্যপট, রাজনীতিতে এসে পাল্টান ভারতের তামিলনাড়ু রাজ্যের ভাগ্য। কোটি কোটি ভক্তের কাছে তিনি ভালোবাসার ‘থালাইভি’। তামিলনাড়ুর ইতিহাস বদলে দেয়া প্রয়াত মূখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের গল্প নিয়েই রুপালী পর্দায় আসছে চলচ্চিত্র।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দেখা মিলেছে “থালাইভি’ ছবির প্রথম ঝলকও। জয়ললিতার জন্মদিন উপলক্ষে টিজারটি মুক্তি দেয়া হয়েছে। প্রথম ঝলক অ্যানিমেটেড হলেও আন্দাজ করা গেছে সিনেমার ঝাঁজ। এক সুন্দরী তরুণীর নায়িকা থেকে রাজনীতিবীদ হওয়া ও মানুষের সেবায় নিজের সর্বোচ্চ দেয়ার পুরো গল্পই উঠে আসবে সিনেমা গল্পে।
সিনেমায় ‘আম্মা’র চরিত্রে দেখা যাবে কাঙ্গানা রানাওয়াতকে। ছবিটি পরিচালনায় ছিলেন এ.এল.বিজয়। চিত্রনাট্য লেখেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ‘থালাইভি’তে এম.করুণানিধির চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজকে। এছাড়া শোভন বাবুর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার যীশু সেনগুপ্ত।
টিজার প্রকাশের দিনে ছবি মুক্তির দিনক্ষণও জানিয়েছেন ‘থালাইভি’র জয়ললিতা কাঙ্গানা। আগামী ২৩ এপ্রিল ছবিটি বড় পর্দায়ে আসবে।