প্রথম দেশ হিসেবে যে আইন পাস করলো অস্ট্রেলিয়া
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আইনটি অন্যান্য দেশের জন্য কেস স্টাডির বিষয় হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ প্রচারে আয়ের অংশ দেয়ার নিয়ম রেখে নতুন আইন পাস করেছে অস্ট্রেলিয়া। যে কোন দেশে এমন আইন প্রথম। আইনটি পাস হওয়া ফলে এখন থেকে অস্ট্রেলিয়ান সংবাদ শেয়ার হলে সংবাদমাধ্যমকে আয়ের অংশ দিতে হবে গুগল-ফেসবুকের মতো ডিজিটাল প্লাটফর্মগুলো।
এর আগে সিনেটে পাস হওয়া আইনটি কিছু সংশোধনীর পর বৃহস্প্রতিবার (২৫ ফেব্রুয়ারি) হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়।
আইন বিষয়ে প্রথম আলোচনার পরেই জোর প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান দুটি। শুরুতে গুগল জানায় তারা অস্ট্রেলিয়াতে সার্চ ইঞ্জিনই বন্ধ করে দিবে। ফেসবুক গত সপ্তাহে অস্ট্রেলিয়ান মিডিয়ার পেইজগুলো বন্ধ করে দেয়। তবে ২২ ফেব্রুয়ারি আবারও সেগুলো ফিরিয়ে দেয়া হয়।
সংবাদমাধ্যম ও ডিজিটাল প্লাটফর্মগুলোর সাথে বৈঠকে বসে শেষ পর্যন্ত সমাধানে আসে অস্ট্রেলিয়া। দেশটির বড় বড় গণমাধ্যমের সাথে আগেই আয়ের অংশ ভাগাভাগির চুক্তি করায় আপাতত আইনের আওতায় পড়ছে না গুগল ও ফেসবুক। তবে অন্য সামাজিক মাধ্যমগুলোর জন্য আইনটি প্রযোজ্য হবে।
সংবাদ প্রচারে আয়ের অংশ নেয়ার আইনটি অন্যান্য দেশের জন্য কেস স্টাডির বিষয় হিসেবে দেখা হচ্ছে।