দলের উপর ভরসা রাখছেন সিমিওনে
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
চ্যাম্পিয়ন্স লীড়ে ঘুরে দাড়ানোর আশা সিমিওনের।
স্পেনে করোনাবিধির কারণে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচটি হয়েছে বুখারেস্টে। হোম অ্যাডভান্ডেজ না পাওয়া দলটি ১-০ গোলে হেরে যায় চেলসির কাছে। তবে দ্বিতীয় লেগে দল ঘুরে দাঁড়াবে বলেই আশা করছেন অ্যাতলেটিকো বস দিয়েগো সিমিওনে।
স্প্যানিশ লা লিগায় শেষ দুই ম্যাচে ধাক্কা খেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগেও হারায় এখন খানিকটা চাপে আছে সিমিওনের শিষ্যরা। তবে একটি ম্যাচ জিতলেই দৃশ্যপট পাল্টাবে বলে আশা এই আর্জেন্টাইন কোচের।
দ্বিতীয় লেগের বিষয়ে প্রশ্ন করা হলে স্প্যানিশ গণমাধ্যম মার্কার কাছে সিমিওনে জানান, ম্যাচটি অনুষ্ঠিত হতে আরও তিন সপ্তাহ বাকি। এর মধ্যে আমাদের অনেকগুলো ম্যাচ আছে। চেলসি অনেক শক্তিশালী প্রতিপক্ষ ও গতিময় ফুটবল খেলে। তাদের আক্রমণভাগকে আমাদের থামাতে হবে। আমার দল নিয়ে আত্মবিশ্বাস আছে।