অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৪:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে কওমি মাদ্রাসা ছাড়া  ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত ৩০ সেপ্টেম্বর ঘোষণা হবে বলে মন্ত্রণালয় থেকে সম্প্রতি জানানো হয়। সে হিসেবে আগামীকাল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিসহ শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগের ঘোষণা অনুযায়ী ৩১শে অগাস্ট ছুটি শেষ হওয়ার কথা থাকলেও অভিভাবক ও বিশেষজ্ঞদের আপত্তিতে মেয়াদ বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়। 

বাংলাদেশে মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা দেয়, ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরবর্তীতে তিন দফায় তা ৯ এপ্রিল ও ৩১ আগস্ট হয়ে ৩ অক্টোবর বলবৎ আছে। 

চলতি বছরের পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও তখন স্থগিত করা হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 'আমার ঘরে আমার স্কুল' এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 'ঘরে বসে শিখি' শিরোনামে ক্লাস নেওয়া হচ্ছে।