অস্ট্রেলিয়ায় ১৭৩০০ বছর আগের পাথুরে শিল্পকর্মের সন্ধান
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
শিল্পকর্মটি প্রায় ১৭৩০০ বছর আগের বলে বিজ্ঞানীদের ধারণা
অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে পুরাতন পাথুরে শিল্পকর্মের সন্ধান পেয়েছে দেশটির বিজ্ঞানীরা। ক্যাঙ্গারু আঁকা এ শিল্পকর্মটি প্রায় ১৭৩০০ বছর আগের বলে বিজ্ঞানীদের ধারণা।
শিল্পকর্মটি প্রায় ৬.৫ ফুট উচ্চতার। একটা লাল পাথরের গায়ে এই ক্যাঙ্গারুটি আঁকা ছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার কিমবারলে অঞ্চলে শিল্পকর্মটি পাওয়া যায়।
শিল্পেকর্মের বয়স নির্ধারণ করা হয়েছে রেডিও কার্বনের মাধ্যমে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ন্যাচার হিউম্যান বিহেভিয়র জার্নালে এই তথ্য প্রকাশিত হয়।