ফাহিম সালেহ`র খুনি সন্দেহে একজনকে ট্র্যাক করছে পুলিশ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার আপডেট: ০৬:২৫ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হওয়া বাংলাদেশ আমেরিকান যুবক, পাঠাও এর প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে ট্র্যাক করেছে নিউইয়র্ক পুলিশ। তবে তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশ বুঝে নিতে চেষ্টা করছে সালেহর সঙ্গে তার যোগাযোগ কিভাবে হয়েছিলো। নিউইয়র্ক পোস্ট এই খবর দিচ্ছে। এনওয়াইপিডি`র সূত্রের বরাতে পোস্ট জানায় লোকটিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। এর চেয়ে বেশি কিছু সংবাদমাধ্যমটিকে জানায়নি সূত্র। তবে সূত্র এটা নিশ্চিত করেছে, সিসিটিভি ফুটেজে মাথায় হুডি পরা মাস্ক লাগানো যে ব্যক্তিটিকে গত সোমবার সালেহর ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে দেখা গিয়েছিলো এবং তার সঙ্গে লিফটে উঠেছিলেন, তাকেই ট্র্যাক করতে পেরেছে পুলিশ। ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ভবনের ১৭তলায় লিফট থামলে ফাহিম সালেহ যখন নেমে যান তার পেছনে পেছেন ওই লোকটিও নেমে পড়েন এবং একটি টাসের ( পিস্তলের মতো দেখতে বিশেষ ধরনের যন্ত্র যা দিয়ে ইলেক্ট্রো শক দেওয়া যায়) দিয়ে তাকে আটকে ফেলে।