করোনা ঠেকাতে অনন্য ভূমিকায় মায়ের বুকের দুধ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার আপডেট: ০১:২৪ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আমরা সবাই জানি, মায়ের দুধের বিকল্প নেই, এ এক ধ্রুব সত্য। জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধই শিশুর পর্যাপ্ত পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম। আর কোনো খাবারের প্রয়োজন নেই, এমনকি আলাদা পানিও না। কিন্ত এসবের বাইরে একেবারে আনকোরা তথ্য হলো করোনাভাইরাস প্রতিরোধে সাহায্য করে মায়ের বুকের দুধ। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ তথ্য উঠে এসেছে করোনার উৎপত্তিস্থল চীনের বিজ্ঞানীদের নতুন এক গবেষণায়। দেশটির একদল গবেষক সার্স-কোভ-২ ভাইরাসের সংস্পর্শে আসা কোষগুলোতে মায়ের দুধের প্রভাব পরীক্ষা করেছেন। ফলাফলে দেখা গেছে, অধিকাংশ জীবিত ভাইরাস মারা যায় মায়ের বুকের দুধে। গবেষকদের দাবি বুকের দুধ শরীরে ভাইরাস প্রবেশে বাধা দেয়।
পরীক্ষার প্রক্রিয়া:
গবেষকরা কিছু সুস্থ কোষের সঙ্গে মায়ের দুধ মেশান। এরপর কোষগুলোকে কোভিড সংক্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময়ের পর দেখা যায়, ওই কোষগুলোতে ভাইরাস ঢুকতে পারেনি।
পরীক্ষা-নিরীক্ষায় গবেষকরা মনে করেন মায়ের বুকের দুধ করোনা সংক্রমন প্রতিরোধে শক্তিশালী ভূমিকায় কাজ করবে।
গবেষকেরা মায়ের বুকের দুধে কোনো ক্ষতিকর দিক খুঁজে পাননি। তারা আরও বলছেন, মায়ের বুকের দুধ ভাইরাসকে মেরে ফেলার পাশাপাশি কোষের বৃদ্ধিতেও কাজ করে।