অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্রাহক কমলেও নীতিতে অটল হোয়াটসঅ্যাপ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রোববার   আপডেট: ১১:৪৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রোববার

গ্রাহক কমলেও পরিবর্তীত নীতিমালায় অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে নোটিফিকেশন দিয়ে গ্রাহকদের যাবতীয় তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

জানুয়ারিতে নীতিমালায় পরিবর্তন আনার কথা বলার পরই হোয়াসঅ্যাপের বিকল্প অ্যাপগুলো ডাউনলোড হয় কয়েক মিলিয়ন বার। কারণ ফেসবুকের সাথে সব ধরনের ব্যক্তিগত তথ্যও শেয়ার করবে ওয়াটসঅ্যাপ, এমন তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে যায়।  

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বারবারই দাবি করে আসছিল তারা ‘মিথ্যা তথ্য’ প্রচারের শিকার। তবে ওয়াটস্অ্যাপ এখন গ্রাহকদের কাছে পরিষ্কার করতে চাইছে ঠিক কি ধরনের পরিবর্তন আসছে তাদের নীতিমালায়। 

তবে বাস্তবতা হলো খুব কম বিষয়েই পরিবর্তন হয়েছে হোয়াটসঅ্যাপের নীতিমালায়। এবং প্রথম দিকে অনেক গ্রাহকই তা মেনে নেয়। তবে গ্রাহক সন্তুষ্টির জন্য সবাইকে আবারও নোটিফিকেশন পাঠানো হবে। 

আগামী সপ্তাহেই এমন ব্যানার অ্যালার্ট পাবেন সবাই। যেখানে স্পষ্ট ধারণা থাকবে কী কী পরিবর্ত আসছে। ১৫ মে থেকে নতুন নীতিমালা বাস্তবায়ন হবেও হোয়াটসঅ্যাপের।