সৌদির টাকায় এমবাপেকে কিনবে রিয়াল!
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে যে কোন ক্লাবকে খসাতে হবে বড় অর্থ। সে কারণে চাইলেই হাত বাড়াতে পারছে না রিয়াল মাদ্রিদের মতো বড় দলও। তবে সৌদি বিনোদন কেন্দ্র ‘কিদিয়া’র সাথে নতুন চুক্তির সম্ভাবনায় এমবাপেকে কেনার স্বপ্ন দেখতে পারে লস ব্লাঙ্কোসরা।
সৌদি রাজধানী রিয়াদে নির্মিত একটি বিনোদনমূলক মেগা প্রকল্প ‘কিদিয়া’। দেশের খেলাধুলা ও বিনোদনের প্রধান কেন্দ্রবিন্দু হওয়াই এটির লক্ষ্য। আর তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে রিয়াল মাদ্রিদ নারী দলের স্পন্সর হওয়ার চেষ্টা করছে কিদিয়া।
সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠানটির সাথে ১০ বছরের চুক্তির বিষয়ে কথা অনেকটাই নিয়েছে রিয়াল। চুক্তি সম্পন্ন হলে কিদিয়া হবে রিয়াল নারী দলের প্রধান স্পন্সর আর লস ব্লাঙ্কোসরা পাবে ১৩০ মিলিয়ন ইউরো।
এ চুক্তি বিশ্লেষণ করে স্পোর্টসল্যান্স নামক গণমাধ্যমের দাবি, চুক্তি সম্পন্ন হলে করোনা ভাইরাসের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে ক্লাবের তা পুষিয়ে নিতে পারবে রিয়াল। সে সাথে আগামী মৌসুমে তারকা ফুটবলার দলে ভেড়ানোর পরিকল্পনা সহজে পূরণ হবে।
এদিকে চুক্তির এক বছর আগেও এমবাপে নতুন চুক্তি না করায় তাকে কম দামে হলেও ছেড়ে দিতে চাইবে পিএসজি। যা সম্ভাবনা বাড়াবে রিয়ালের।