সিএমএইচ কারোনা ওয়ার্ডে ২০ ফ্রিজ, ২০ এসি দিলো নৌবাহিনী
প্রকাশিত: ১২:৫৩ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার আপডেট: ০৮:৩১ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
করোনা মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচ'র করোনা ওয়ার্ডের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ২০টি ফ্রিজ ও ২০টি এসি দেওয়া হয়েছে।রবিবার (৫ জুলাই) নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে এগুলো হস্তান্তর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বাহিনীর নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালকে এসব সামগ্রী দেওয়া হলো।
এর আগে, করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পে›সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়।