মেসিদের পর হারলেন রোনালদোরাও
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে হারের তিক্ততা পেতে হলো সময়ের দুই মহাতারকাকে। মেসিদের ১-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পরের রাতেই পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে ২-১ ব্যবধানের হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। ছন্নছাড়া ফুটবলের কারণেই মূলত কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পিছিয়ে পড়েছে তুরিনের বুড়িরা।
মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরের ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডেই গোল হজম করে জুভেন্টাস। সতীর্থের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক স্ট্যাসনি ডি-বক্সের মুখে বল বাড়ান বেন্তানকুরকে। উরুগুয়ের এই মিডফিল্ডার স্ট্যাসনিকেই ফিরতি পাস দিতে গেলে বল পেয়ে পোর্তোর মেহেদি তারেমি ছুটে গিয়ে বল পাঠান জালে।
প্রথমার্ধে গোলরক্ষক স্ট্যাসনির গোলে আরও এক গোল হজম করতে পারতো জুভেন্টাস। তবে সের্জিও অলিভেইরার শট জালে পৌঁছাতে পারেনি। প্রথমার্থ শেষ হয় ১-০ ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুরুতেই ধাক্কা খায় রোনালদোরা। ১৯ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে উইলসন মানাফার পাস থেকে শটে বল জালে পাঠান মালির ফরোয়ার্ড মুসা মারেগা। আর ৮২তম মিনিটে মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে রাবিওর ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে লক্ষভ্যেদ করেন ফেদেরিকো চিয়েসা।
অ্যাওয়ে গোল থাকায় অনেকটা স্বস্তি নিয়েই ৯ মার্চ মাঠে নামবে জুভেন্টাস। শেষ আট খেলতে যে ১-০ গোলে জিতলেও চলবে।