অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগারদের লঙ্কা সফর স্থগিত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০২:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

মুমিনুল হকদের শ্রীলংকা সফর নিয়ে অনেক জল গড়ানোর পর অবশেষে সফরটি স্থগিত করলো বিসিবি। তিন টেস্ট খেলতে রবিবার শ্রীলংকা যাওয়ার কথা থাকলেও দেশটির কঠোর কোয়ারেন্টাইন নিয়মের কারণে আসে এই ঘোষণা। সিরিজের সূচি পরবর্তীতে ঠিক করা হবে বলে জানানো হয়। তাই  আপাতত ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবেন টাইগাররা। 

২০২০ সালে সূচি অনুযায়ী বাংলাদেশী ক্রিকেটারদের শ্রীলংকা সফরের কথা ছিল জুলাই-আগস্ট মাসে। করোনা কারণে তা স্থগিত করা হয়। ইউরোপে পরস্থিতি কিছুটা উন্নতি হলে জুলাই নাগাদ মাঠে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট বোর্ডও তখন সিরিজ আয়োজনে তোড়জোড় শুরু করে। 

তা স্বত্তেও  কখনো আয়োজনের খরচ বহন আবার কখনো কোয়ারেন্টাইনের মেয়াদ নিয়ে একমত হতে পারছিলোনা দ্ইু বোর্ড। সর্বশেষ নিজ দেশের কোভিড-১৯ টাস্কফোর্সের নিয়ম ভাঙতে পারবেনা বলে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে হবে বলে জানায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড ।
 
কিন্তু তা মানতে রাজি হয়নি বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকলে ক্রিকেটারদের ফিটনেস নষ্ট হবে সে বিবেচনায় কোয়ারেন্টাইনের মেয়াদ আরও কমিয়ে আনতে প্রস্তাব দেয় বিসিবি। সে প্রস্তাবে রাজি না হওয়ায় সফরটি স্থগিত করা হয়েছে।