অস্ট্রেলিয়ান ওপেনে অখ্যাত কারাতসেভের ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়ার আসলান কারাতসেভের ঐতিহাসিক দৌড় থামছেই না। এরই মধ্যে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যামে অভিষেকেই এ কীর্তি গড়লেন ২৭ বছর বয়সী তরুণ।
মঙ্গলবার রড লেভার এরিনায় বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ২-৬, ৬-৪, ৬-১ ও ৬-২ সেটে হারিয়েছেন আসলান। ম্যাচে হঠাৎ করে পিঠে ব্যথা পান বুলগেরিয়ান তারকা। তৃতীয় সেটে মেডিক্যাল টাইমআউট নেন তিনি। তবে পরে স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
সেই সুযোগটাই কাজে লাগান আসলান। ২ ঘণ্টা ৩২ মিনিটেই ম্যাচ জিতে নেন তিনি। এরই সঙ্গে ইতিহাস গড়ে ফেলেন রুশ তারকা।
এর আগে গ্র্যান্ডস্ল্যামের মূল আসরে টিকিট পেতে নয়বার চেষ্টা করেন আসলান। প্রতিবারই ব্যর্থ হন। তবে হাল ছাড়েননি তিনি। সেই হার না মানা মানসিকতাই সাফল্য এনে দিয়েছে তাকে।
১০মবারের চেষ্টায় অস্ট্রেলিয়ান ওপেনের টিকিট পান আসলান। অভিষেক গ্র্যান্ডস্ল্যামেই বাজিমাত করছেন ১১৪ নম্বর এটিপি র্যাংকিংধারী।