অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫৩ বছর আগে অ্যান্টার্কটিকায় হারানো মানিব্যাগ ফিরে পেলেন মালিক

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

১৯৬৮ সালে অ্যান্টার্কটিকায় হারিয়ে যাওয়া মানিব্যাগের কথা ভুলেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত বায়ুবিজ্ঞানবিদ পল গ্রিশাম। তাই ৫৩ বছর পর সে মানিব্যাগ ফিরে পাওয়ায় যারপরনাই অবাক হন তিনি। 

মানিব্যাগ খুলে নিজের আইডি কার্ডে যুবক বয়সের ছবির দিকে তাকিয়ে হেসে ওঠেন ৯১ বছর বয়সী পল। জানান, এটা দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। তখন আমার ঘন বাদামী চুল ছিল।

পল গ্রিশাম বলেন, ১৯৬৭-৬৮ সালে তিনি ম্যাকমুরডো স্টেশনে যে বিল্ডিংয়ে থাকতেন তা ভাঙতে গিয়ে মানিব্যাগটি পাওয়া যায়। যেখানে তার ড্রাইভিং লাইসেন্স, বেয়ার রেশন, নৌ-বাহিনীর আইডি কার্ড ও অ্যান্টার্কটিকায় চলাচলের নির্দেশনাসহ সব কাগজপত্রই অক্ষত ছিল। 
 
সাবেক এ নৌ-কর্মকর্তা জানান, অ্যান্টার্কটিকায় তাকে ১২ ঘন্টা কাজ করতে হতো। দায়িত্ব ছিল সেখানে আবহাওয়ার খবরের পাশপাশি যারা সে মহাদেশে নতুন করে ঢুকছেন তাদের তথ্য সদর দপ্তরে জানানো। ২৫ বছর কাজ করার পর ১৯৭৭ সালে অবসরে যান পল।