মিশরে পাওয়া গেলো ৫০০০ বছর আগের মদ কারখানা
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার আপডেট: ১২:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
কারখানায় পাওয়া যাওয়া মদ রাখার পাত্র
প্রাচীন মিশরীয় শহর অ্যাবাইদোসে ৫০০০ বছর আগের একটি মদ কারখানা খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এমনটাই জানিয়েছে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।
মদ কারখানাটি অ্যাবাইদোসের সোহাগ গভর্নমেন্ট নামক জায়গায় অবস্থিত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা খ্রিষ্টপূর্ব ৩১০০ সালে দিকে রাজা নর্মারের রাজত্বকালে এ মদ কারখানাটি চালু করা হয়।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় থেকে জানানো হয়, অ্যাবাইদোসে পাওয়া সবচেয়ে পুরনো মদ কারখানা এটি।
এ বিষয়ে দেশটির সুপ্রাচীন নিদর্শন কাউন্সিলের সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াজরি বলেন, মদ উৎপাদনের জন্য কারখানাটি মোট আটটি ভাগে ভাগ করা ছিল। এখানে মদ সংরক্ষন করা হতো এমন ৪০ টি পাত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এক সময় এই মদ কারখানায় ২২ হাজার ৪০০ লিটার মদ তৈরি করা হতো বলে তাদের ধারণা। করোনার প্রকোপ কমলে পর্যটকদের জন্য এগুলে উন্মুক্ত করা হবে বলেও জানান মোস্তফা ওয়াজরি।