দুর্বার বার্সেলোনায় নায়ক মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার
ক্লাবের হয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শের রাতটা রাঙিয়ে নিয়েছেন মেসি। নিজে জোড়া গোল করে আর সতীর্থদের দিয়ে গোল করিয়ে রবিবার (১৪ ফেব্রুয়ারি) আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন এ সুপারস্টার।
গত অক্টোবরে ঘরের মাঠে বার্সাকে ১-১ গোলে রুখে দেয় আলাভেস। ন্যু ক্যাম্পে আর সে সুযোগ দেয়নি মেসিরা। শুরুতে বার্সা একটু এলোমেলো খেললেও পরে ঠিকই ছিলো চেনা রূপে।
২৯ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। বাঁ দিকে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে মাঝ বরাবর বাড়ান তরুণ মিডফিল্ডার ইলাইস মোরিবা। আর প্রথম ছোঁয়ায় নিচু শটে জটলার মধ্যে দিয়ে গোলবার খুঁজে নেন ত্রিনকাও।
পরের পাঁচ মিনিটে আরেক গোল পেতে পারতো বার্সেলোনা। তবে অফসাইড দেয়ার বল জালে জড়িয়েও গোল বঞ্চিত হন মেসি। যে অফসাইড নিয়েও আছে প্রশ্ন।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর অফসাইডের ঝামেলা জড়াতে চাননি মেসি। সার্জিও বুসকেটের পাস পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে ট্রেডমার্ক শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন মেসি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আলাভেস৷ মোরিবার ভুল পার থেকে বল পেয়ে গোলও করে বসেন লুইস রিওহা। গোল খেলে আক্রমণে তীব্রতা বাড়ায় বার্সা।
৭৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ত্রিনকাও। পেদ্রির পাস থেকে বল পেয়ে শট নেন মেসি। গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফাঁকা জায়গায় বল পায় ত্রিনকাও। বল জালে জড়াতে দেরি করেনি এ উইঙ্গার।
তার এক মিনিট পর আবারও বার্সার গোল। এবারও সতীর্থের পাস থেকে বল পেয়ে ট্রেডমার্ক শটে গোল পান মেসি। আর ৮০তম মিনিটে দারুণ গোছালো আক্রমণে স্কোরলাইন ৫-১ করেন ফিরপো।
আলাভেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা।