যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করতে আইনি লড়াই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।
‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে এই দুটি অ্যাপ নিষিদ্ধ করতে চেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সিদ্ধান্তের পরই উল্টো মামলা ঠুকে দেয় প্রতিষ্ঠান দুটি।
শনিবারের (১৩ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত অনুযায়ী টিকটক ও উইচ্যাট আসলেই কতটা ঝুঁকির তা পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র প্রশাসন। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের মতই নিজেদের কার্যক্রম চালাতে পারবে তারা।
বিশ্বব্যাপী মেসেজিং অ্যাপ উইচ্যাটের গ্রাহক সংখ্যা ১০০ কোটি হলেও যুক্তরাষ্ট্র থেকে তাদের আয়ের মাত্র ২ শতাংশ আসে। আর টিকটকের গ্রাহক সংখ্যা ৮০ কোটি। যেখানে যুক্তরাষ্ট্রের আছে ১০ কোটি।