একবিংশ শতাব্দীতে জন্ম নেয়া বিশ্বসেরা ফুটবলার আনসু ফাতি
স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:০৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
বার্সেলোনার হয়ে এ মৌসুমে দুর্দান্ত খেলা আনসু ফাতি আবারও উঠে এসেছে আলোচনার শীর্ষে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিখ্যাত ফ্রেঞ্চ সংবাদপত্র 'এলএকুইপে' ২০০১ বা তারপর জন্ম নেয়া ফুটবলারদের মধ্যে বিশ্বসেরা বলে ভূষিত করেছে এ টিনএজারকে।
১৮ বছরের বয়সী হলেও নিজেকে মেসি, গ্রিজম্যান, দেম্বেলে, ত্রিনিকাওদের পাশে প্রতিষ্ঠিত করে ফেলেছে ফাতি।
এ মৌসুমে ব্লুগ্রানার হয়ে ১০ ম্যাচ মাঠে নেমে পেয়েছে ৫ গোল। এছাড়া জাতীয় দলে স্পেনের হয়ে চার ম্যাচে করেছে এক গোল। গড়েছে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লীগ ও স্পেনের হয়ে গোলের রেকর্ড।
এলএকুইপের প্রকাশিত ৫০ ফুটবলারের তালিকায় চার নম্বরে আছে বার্সার আরেক তারকা পেদ্রি। লাস পালমাস থেকে মাত্র ৫ মিলিয়নে কেনা এ ফুটবলার ইতোমধ্যে একাদশে জায়গা পাকা করেছে।
এছাড়া তালিকা দ্বিতীয় স্থানে আছে রেনেসের এদুয়ার্দ কামাভিঙ্গা। তৃতীয় ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে আয়াক্সের রায়ান গ্রেভেনবার্চ ও বরুসিয়া ডর্টমুন্ডের জিওভান্নি রেয়না।