আসিলো এবার ঋতুরাজ
ছবি: কমল দাশ
প্রকাশিত: ০৭:১০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
হিম কুহেলির অন্তর তলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে
এবার ঋতুরাজ এসে গেছে যার বাঁশি বাতাসে বেজে উঠেছে। যার আভাস বনতল ঘিরে কেঁপে কেঁপে উঠছে।
আমের বাগানে শাখায় শাখায় জাগে নব মঞ্জরী দোল খাচ্ছে।
দিকে দিকে পাখি ডাকে। কোকিলের কুহু তান। পলাশরাঙা প্রকৃতি।
চলে গেছে হাড়কাঁপানো শীতের বাতাস। গাছগুলোর খসে পড়া পাতার বোঁটায় বোটায় ঘটেছে নতুন পাতার শুভাগমন। যাতে কিশলয়গুলো সবুজের স্বপনে জেগে উঠেছে।
এমন বসন্ত ভোরে শরীর শিহরে ওঠে, মনে দোলা লেগে যায়, দক্ষিনা বাতাস যেনো তার আগমনী বাঁশি বাজিয়ে চলে।