বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিল করল যুক্তরাষ্ট্
প্রকাশিত: ১২:০২ এএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার আপডেট: ১২:০২ এএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
করোনাভাইরাস মহামারির কারণে যেসব শিক্ষার্থী শুধুমাত্র অনলাইনে ক্লাস করবেন তাদের যুক্তরাষ্ট্র ছাড়া করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন সরকার। এ ব্যাপারে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সমঝোতায় এসেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ম্যাসাচুসেটসের ডিসট্রিক্ট আদালতের বিচারক অ্যালিসন বারাস বলেন, ওই নীতিমালা পরিবর্তন নিয়ে সরকারের সঙ্গে সব পক্ষই সমঝোতায় পৌঁছেছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ (আইসিই) জানিয়েছিল, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে সব ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর বিদেশি শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
হার্ভার্ড, এমআইটিসহ বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে। তবে আগের অবস্থান থেকে সরে এসে এবার ট্রাম্প প্রশাসন বলছে, কোনো বিদেশি শিক্ষার্থী অনলাইনে ক্লাস করলেও তারা বৈধভাবেই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। খবর বিবিসির।