এবার শরীরকেই ব্যাটারি বানাতে কাজ করছেন বিজ্ঞানীরা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৪:৩০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
এমন একটি ডিভাইস নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা যা শরীরের তাপ নিয়েই ব্যাটারির কাজ করবে। এই ছোট্ট গেজেটটি আঙটি বা ব্রেসলেটের মতো করেই পরা যাবে, যা শরীরের তাপকে বিদ্যুতে রূপান্তর করবে।
সাইন্স এডভান্সেস জার্নালে প্রকাশিত এ গবেষণায় বলা হয়, বর্তমানে এ প্রযুক্তি ত্বকের প্রতি বর্গ সেন্টিমিটার থেকে এক ভোল্ট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। যা দিয়ে ঘড়ি কিংবা ফিটনেস ট্রেকারের মতো ছোট ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেয়া সম্ভব।
যদিও এ গবেষণা একদমই প্রাথমিক পর্যায়ে আছে, তবে কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়ানলিয়ান জিয়াও মনে করেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই প্রযুক্তি বাজারে আনা সম্ভব।
তিনি বলেন, আমরা যে ব্যাটারিই ব্যবহার করি তা একসময় পাল্টাতেই হয়। আমাদের থার্মো ইলেকট্রিক ডিভাইসের সবচেয়ে মজার বিষয় হলো এটা আপনি হাতে বা আঙুলে পরতে পারবেন আর তা সার্বক্ষণিক চার্জিং সুবিধা দিবে।