অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামের নগরপিতার শপথ নিলেন রেজাউল করিম

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৪:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

চট্টগ্রাম সিটির নতুন নগরপিতা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়রকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেন রেজাউল করিম। গণভবন থেকে ভার্চুয়ালি তাকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী।

এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম চসিকের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান। এসময় শপথ নেন সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনের ৪০ জন কাউন্সিলর। 

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী  ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলর পদেও নিরঙ্কুশ বিজয় লাভ করেছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা।

এরপর শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চসিকের নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।