অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘হাসিনা: আ ডটার’স টেল’: জন্মদিনে ১১ চ্যানেলে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার  

তাকে নিয়ে কৌতুহল নেই, এমন মানুষ কমই আছেন। বাংলাদেশতো বটেই, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতৃত্বের তালিকায় জায়গা করে নেওয়া এই মানুষটিকে নিয়ে আগ্রহী আন্তর্জাতিক পরিমন্ডলও। তিনি আর কেউ নন, তিনি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন খবরটি হলো, তার জন্মদিনে তাকে কেন্দ্র করে নির্মিত তুমুল সাড়া ফেলে দেয়া ডকুড্রামা ‘হাসিনা: আ ডটার’স টেল’ বাংলাদেশ টেলিভিশনসহ ১০টি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে সোমবার (২৮ সেপ্টেম্বর)। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে ডকুড্রামাটি প্রচারের এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাসিনা: আ ডটার’স টেল’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সোমবার বেলা তিনটায় প্রচারিত হবে। একই দিনে দুপুর ১২টায় একুশে টিভি এবং বেলা ৩টায় একাত্তর টিভি ও চ্যানেল আই ডকুড্রামাটি প্রচার করবে।
 
এছাড়া গাজী টেলিভিশন বেলা ৩টা ৫০ মিনিটে, ডিবিসি বিকেল ৪টা ৩০ মিনিটে, সময় টিভি বিকেল ৫টায়, দেশ টিভি ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভি রাত ৮টা ৫০ মিনিটে, বিজয় টিভি রাত ৯টা ৩০ মিনিটে ও মাছরাঙা রাত ১১টায় সম্প্রচার করবে।

‘হাসিনা: আ ডটার’স টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিআরআই। প্রযোজক দুজন, তারা হলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ। অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান ছিলেন পরিচালনায়। 

এই ডকুড্রামায় উঠে এসেছে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পারিবারিক, রাজনৈতিক ও নিজস্ব জীবন সংগ্রামের অজস্র জানা অজানা ইতিহাস। ফুটে উঠেছে ৭৫ এ নৃসংশভাবে পরিবার হারানো দুই বোনের অবিস্মরণীয় এক সংগ্রামময় দলিল। পরিচালক চেয়েছেন এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবনপ্রবাহ পর্দায় উন্মোচিত হোক।