অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোয়ানসির বিপক্ষে জিতে ইতিহাস গড়লো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৯:৪৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জয়রথ ছুটছে। যে যাত্রায় এখন কোন শীর্ষ ইংলিশ ক্লাবের টানা জয়ের রেকর্ডই ভেঙে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ফুটবল দর্শকরা জানেন প্রিমিয়ার লীগ, এফএ কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লীগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ তিন প্রতিযোগিতাতেই ধারাবাহিক জিতে চলেছে দলটি। 

গত বছরের ১৫ ডিসেম্বর ওয়েস্ট ব্রুমের বিপক্ষে সর্বশেষ ড্র করে সিটি। তারপর জিতেছে টানা ১৫ ম্যাচ! তাদের সর্বশেষ জয়টি এসেছে এফএ কাপের পঞ্চম রাউন্ডে সোয়ানসি সিটির বিপক্ষে। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) সোয়ানসির বিপক্ষে মূল একাদশের সাত ফুটলার বদলি করে মাঠে নামে ম্যানসিটি৷ তারপরও কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং ও গাব্রিয়েল জেসুসের গোলে ৩-১ ব্যবধানে জিতেছে তারা। সোয়ানসির হয়ে একমাত্র গোলটি আসে মরগান উইটারের পা থেকে। 

অফ ফর্ম দিয়ে মৌসুম শুরু করলেও এখন দেখা যাচ্ছে সত্যিকার ম্যানসিটিকে। যা স্বাভাবিকভাবেই অন্য ক্লাবের মনে ভয় ধরাচ্ছে।