না পড়ে আর্টিকেল শেয়ার করলে সতর্ক করবে টুইটার
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার আপডেট: ০৪:২২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার
কোনো আর্টিকেল না পড়ে শেয়ার করতে চাইলে এখন থেকে সতর্কবার্তা পাঠাবে টুইটার। স্ক্রিনে ভেসে আসবে “Headlines don't tell the full story.” অর্থাৎ হেডলাইন পুরো গল্পটি প্রকাশ করেনা। তারপরই গ্রাহক সে লেখাটি শেয়ার করার সুযোগ পাবেন। প্রাথমিক পরীক্ষা শেষে এখন সবার জন্য এমন সতর্কবার্তা আসবে বলে জানয়েছে প্রতিষ্ঠানটি। তবে ঠিক কবে থেকে চালু হবে সে তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাঝে অন্যতম হলো টুইটার। যেখানে সর্বোচ্চ ২৮০ শব্দে বার্তার মাধ্যমে অভিব্যক্তি শেয়ার করতে পারেন ব্যবকহারকরীরা। বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। এছাড়াও সেখানে অন্যের বক্তব্য বা কোনো আর্টিকেল শেয়ার করা যায় । অনেক সময় দেখা যায় ব্যবহারকারীরা আর্টিকেল না পড়েই শুধু হেডলাইন দেখে তা শেয়ার করেন। আর তা বন্ধ করতেই এক অভিনব উদ্যোগ নিয়েছে টুইটার।
এবছরের জুন নাগাদ পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প শুরু করে টুইটার। যেখানে সীমিত সংখ্যক গ্রাহকের উপর গবেষণা পরিচালনা করা হয়। প্রকল্পটিতে নতুন একটি ফিচারের সাহায্যে যাচাই করে গ্রাহক না পড়ে কোনো আর্টিকেল শেয়ার করছেন কিনা। যদি কেউ না পড়েই তা শেয়ার করে তবে সাথে সাথেই তার মোবাইলের স্ক্রিনে সতর্কবার্তাটি আসবে। আর নিচে অপশন দেয়া থাকবে আপনি আর্টিকেলটি শেয়ার করবেন না ত্যাগ করবেন।
প্রকল্পটি শরুর তিন মাসেই অসাধারণ সাফল্য ধরা দেয়। দেখা যায় ৪৪ শতাংশ মানুষ সতর্কবার্তা দেখে আর্টিকেল পড়ছেন। আর রিটুইট করার আগে পড়ার মাত্রা বেড়েছে ৩৩ শতাংশ। এছাড়াও সতর্কবার্তা দেখার পর অনেকেই টুইট করা থেকে বিরত থেকেছেন। এমন সাফল্যের পর সবার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি।
বলা হচ্ছে এটা অনেক বেশি উৎসাহজনত ফলাফল। যা প্রকাশ করে যে, এখন মানুষ স্ব-জ্ঞানে কোনো কিছু প্রচার করছে। যদিও ফেইক নিউজ কমাতেই এমন উদ্যোগ কিনা সে বিষয়ে কিছু বলেনি প্রতিষ্ঠানটি তবে বিশেষজ্ঞরা মনে করছেন এমন উদ্যোগের ফলে ফেইক নিউজ প্রচারের হার অনেক কমে আসবে এবং মানসম্মত কন্টেন্ট সামনে আসবে।