অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্দান্ত বেনজেমায় গেতাফের বিপক্ষে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ১০:৩৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে গেতাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ৷ 

গেতাফের বিপক্ষে জিততে সবসময় ঘাম ঝরাতে হয় লস ব্লাঙ্কোসদের। তবে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুই গোলই যথেষ্ট ছিল ম্যাচ জিততে। 

ম্যাচের শুরু থেকে আক্রমণে যাওয়ার কোন ইচ্ছাই দেখা যায়নি গেতাফের, যেনো গোলমুখ সামলাতে পারলেই বাঁচে। তাই রিয়াল বারবার আধিপত্য রেখে খেললেও ভাঙতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্স। 

প্রথমার্ধে রিয়ালের একমাত্র সুযোগ আসে বেনজেমার হেড থেকে। গেতাফের রক্ষণভাগের উপরে উঠে করা হেডটি অবশ্য চলে যায় গোলরক্ষক ডেভিড সোরিয়ার মাথার উপর দিয়ে। কোন গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ৷ 

দ্বিতীয়ার্ধে খেলায় ধার বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ৬০ মিনিটেই এক বুদ্ধিদীপ্ত হেডে দলকে এগিয়ে দেন পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা বেনজেমা।

দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৬৭ মিনিটে মার্সেলোর ক্রস থেকে গোল করতে খুব একটা কষ্ট হয়নি সেন্টার ডিফেন্ডার ফার্লান্ড মেন্ডির।

শেষ দিকে কার্লেস এলেনা ও কুবোকে নামালেও ম্যাচের ফলে পরিবর্তন আনতে পারেনি গেতাফে। ফলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।