সাত স্ক্রিনের ল্যাপটপ, প্রযুক্তি বাজারে হইচই
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০৪:১০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
গ্রাহকদের আকৃষ্ট করতে সাধারণত প্রসেসর, ব্যাটারির কার্যক্ষমতা বাড়ায় প্রতিষ্ঠানগুলো। তবে লন্ডনের এক্সপেন্সক্যাপ এর কাজ হইচই ফেলে দিয়েছে বাজারে। সাত স্ক্রিনের ল্যাপটপ এনে সবাইকে অবাক করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই জায়ান্ট ল্যাপটপের নাম অরোরা ৭। যার ওজন ২৬ পাউন্ড (১১.৮ কেজি)। ল্যাপটপটির সাতটি স্ক্রিণের মাঝে চারটি ১৭.৩ ইঞ্চির। এগুলোতে ৪কে ভিডিও চালানো যায়। মনিটরগুলো চলবে ৬০ হার্টজ গতিতে। বাকি তিনটি স্ক্রিন ৭ ইঞ্চির। যেগুলোতে (১৯২০*১২০০) কোয়ালিটির ভিডিও দেখা যাবে। স্ক্রিনগুলো ব্যবহার করা যাবে লম্বালম্বি বা আড়াআড়িভাবেও। চাইলে ভাজ করেও রাখা যাবে কয়েকটি স্ক্রিন।
ল্যাপটপটি এখনও ব্যবসার জন্য বাজারে আনা হয়নি। কোন প্রতিষ্ঠান চাইলে এক্সপেন্সক্যাপ তাদের জন্য বানিয়ে দিবে। ল্যাপটপের প্রসেসর হিসেবে গ্রাহকরা রাইজেন ৯ ৩৯৫০এক্স বা ইন্টেলের কোরআই৯ ১০৯০০কে বসাতে পারবেন।
সে সাথে এসসডি কার্ড বসানো যাবে ৮ টেরাবাইট পর্যন্ত। অরোরা ৭ এ দুটি ব্যাটারি বসানো থাকবে যার মোট কার্যক্ষমতা হবে ২৩০ ওয়াট। সাধারণ কাজে ২ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিবে এই ব্যাটারি।