খরচ কমাতে মেসিদের সাথে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট প্রার্থী
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ১২:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন হবে মার্চের ৭ তারিখ। তার আগেই নিজেদের ভবিষ্যত পরিকল্পনা ও করণীয়গুলো তুলে ধরছেন প্রার্থীরা।
প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিযোগিতা হবে জোয়ান লাপোর্তে ও ভিক্টোর ফন্তের মধ্যে। এছাড়া লড়াইয়ে থাকবেন ফ্রেইক্সাও।
মার্কার এক প্রতিবেদনে জানানো হয়, ক্লাবের আর্থিক সমস্যা সমাধানে নিজের পরিকল্পনা ঠিক করেছেন ফ্রেইক্সা। তিনি মনে করেন, মেসির চুক্তি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে আরও অনেক কিছু আছে যার সমাধান প্রয়োজন।
তিনি বলেন, বার্সলোনা পৃথিবীর অন্যতম বড় ক্লাব। বর্তমান অবস্থা থেকে ক্লাবকে এগিয়ে নিতে অবশ্যই সবাইকে আশাবাদী হতে হবে। ২০১০ সালেও ক্লাব একই অবস্থার মধ্য দিয়ে গেছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা শিরোপা জিতেছি।
ফ্রেইক্সা আরও বলেন, খরচ কমাতে সব খেলোয়াড়ের সাথে আমাদের কথা বলতে হবে। বিশেষ করে মেসির সাথে। সে নিজেও বলেছে ক্লাবের অবস্থা সে বুঝতে পারছে এবং করোনা শেষ হওয়ার আগেই সমাধান চায়।
জোসেফ মারিও বার্তামেউর অধীনে ২০১৫ সাল পর্যন্ত ক্লাবের হয়ে কাজ করেন ফ্রেইক্স। সে বছরই প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন ৫২ বছর বয়সি এ আইনজীবী। নির্বাচনে মাত্র ৩.৭ শতাংশ ভোট পান তিনি। তবে এবার ভালো কিছুর আশা করছেন ফ্রেইক্স।