করোনা টেস্ট হবে কুকুর-বিড়ালের, থাকতে হবে কোয়ারেন্টাইনেও
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০২:৩৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
উপসর্গ দেখা দিলে রাজধানী সিউলের পোষা বিড়াল ও কুকুরেও করোনা টেস্ট করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে একটি বিড়ালের করোনা শনাক্ত হওয়ার ঘটনায় এ ঘোষণা দেয় দেশটি।
করোনা হয়েছে এমন মানুষের সংস্পর্শে আসা কুকুর বা বিড়ালের শ্বাসকষ্ট বা জ্বরের মতো উপসর্গ দেখা দিলেই কেবল টেস্ট করা হবে। করোনা ধরা পড়লে কোয়ারেন্টাইনে থাকতে হবে পোষা প্রাণিগুলোকে।
তবে যেহেতু প্রাণি থেকে মানুষের মাঝে করোনা ছড়ানোর কোন প্রমাণ পাওয়া যায়নি তাই সেগুলোকে আইসোলেশনে রাখতে হবে না। এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান রোগ নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা পার্ক ইয়ো মি।
তিনি জানান, যদি প্রাণির মালিককে করোনার কারণে হাসপাতালে ভর্তি থাকে এবং খুব অসুস্থ হন তবে পোষা প্রাণিকে শহরের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখা হবে।