রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:১৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি জারি করা প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতিবাদ চলছেই।
সেই ধারাবাহিকতায় খুবি প্রশাসনের কাছে তিন শিক্ষকের বিরুদ্ধে হিংসামূলক শাস্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তাদের বেঁধে দেওয়া সময়সীমা গতকাল (৭ ফেব্রুয়ারি, ২০২১) শেষ হয়েছে।
এসময়ে লক্ষ্য করা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো মূল্যে ওই তিন শিক্ষককে (আবুল ফজল, হৈমন্তী শুক্লা কাবেরী ও শাকিলা আলম) আন্দোলনে অংশ নেওয়া এবং শিক্ষার্থীদের পক্ষে থাকার 'অপরাধে' অবৈধভাবে শাস্তি দিতে বদ্ধপরিকর।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের প্রয়োজনে আগামী ১১ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে খোলা চিঠি পাঠাবে নেটওয়ার্ক। তাদের দাবি-দাওয়া হলো-
# খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন শিক্ষকের প্রতি প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে স্ব-পদে সসম্মানে ফিরিয়ে দিতে হবে।
# খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সব দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।
# অবৈধ সিন্ডিকেট বাতিল করে এর পেছনে যারা ছিল, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অবৈধ সিন্ডিকেটে নেওয়া সব সিদ্ধান্ত অবৈধ এবং তা বাতিল করতে হবে।
আচার্যের কাছে খোলা চিঠি দেওয়ার পরও যদি শাস্তি প্রত্যাহার করা না হয়, তাহলে কঠোরতর কর্মসূচিতে যাবে নেটওয়ার্ক।