অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে মামলা খেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার  

আগে তিনি বলিউডের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। এর-তার সম্পর্কে মন্তব্য করতেন। এভাবে হাত পাকিয়ে দিনে দিনে বেশ বেপরোয়াই হয়ে উঠছেন তিনি। ইদানিং রাজনীতি আর জাতীয় বিষয়-আশয় নিয়েও আকছার মন্তব্য করছেন কঙ্গনা।

মহারাষ্ট্র রাজ্যকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা, মুম্বাই পুলিশকে মাফিয়ার সাথে তুলনা, শিবসেনা প্রধান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে পর্ব শেষ করে কঙ্গনা এবার আরও বড় বিষয় নিয়ে কথা বলছেন। করছেন টুইট।

সম্প্রতি ভারতের লোকসভায় বিতর্কিত ‘কৃষক বিল’ পাস হয়েছে। ক্ষমতাসীন বিজেপি বাদে দেশটির অধিকাংশ রাজনৈতিক দল এর বিরোধিতায় পথে নেমেছে। পথে নেমেছেন কৃষকরাও। কঙ্গনা এবার নিশানা করেছেন তাদের। কৃষক বিল নিয়ে নরেন্দ্র মোদির একটি টুইট শেয়ার করে তিনি আন্দোলনরত কৃষকদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন।

তার এমন অবিবেচক মন্তব্যের প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক ছিল। হয়েছেও তাই। তুমুল সমালোচনার পাশাপাশি কঙ্গনার বিরুদ্ধে মামলাও হয়েছে।
অবশ্য মামলা-হামলা কঙ্গনার কাছে কোনও ব্যাপার না। অনেকে বলেণ, আলোচনায় থাকার জন্য সবকিছুই করতে পারেন এই অভিনেত্রী।