পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার আপডেট: ০৭:২৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার
বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২০ এ রাজশাহী রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শনিবার (৬ ফেব্রুয়ারি) এ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মল্লিখ ফখরুল ইসলাম বিপিএম ও পিপিএম। তিনি অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ মাসুদুর রহমান পিপিএম, এআইজি (এডমিন) ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সহ-সম্পাদক।
এ প্রতিযোগিতায় অফিসারদের ফাইনালে পুরুষ দ্বৈত ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুলিশ হেডকোয়ার্টার্স। রানার-আপ হয়ে সন্তষ্ট থাকতে হয় রাজশাহী রেঞ্জকে।
ফোর্সদের ফাইনালে পুরুষ দ্বৈত ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রানার-আপ হন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এছাড়া ,ফোর্সদের ফাইনালে পুরুষ একক ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এপিবিএন ও রানার-আপ ঢাকা মেট্রোপলিটোন পুলিশ (ডিএমপি)।
নারী দ্বৈত ম্যাচে ফোর্সদের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এপিবিএন ও রানার-আপ হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ। এছাড়া ,ফোর্সদের ফাইনালে নারী একক ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এপিবিএন ও রানার-আপ হন খুলনা রেঞ্জ।
এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাব।