অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোমাকে হারিয়ে লিগ জমজমাট করলো রোনালদোরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার  

টানা নয় বার লিগ শিরোপা জিতলেও রেকর্ড ১০ম বার জয়ের মিশনে বেশ বেগ পেতে হচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। শনিবার (৬ জানুয়ারি) সিরি আ’র হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যালেঞ্জের মুখে রোমার বিপক্ষে নিজ মাঠে লড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সিআরসেভেন করেন ১ গোল।

আলিয়াঞ্জে শনিবারের লড়াইটা জুভেন্টাসের জন্য ছিলো শিরোপার দৌড়ে টিকে থাকার। টানা নয় মৌসুম পর আবারও লিগ লড়াইয়ে শীর্ষস্থানে থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে দুই মিলান এসি ও ইন্টার। অপরদিকে, চলতি মৌসুমে ঠিকঠাক শিরোপার আশা করতে পারছে না ওল্ড তুরিন।

রোমার বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে আন্দ্রে পিরলোর শিষ্যরা। গোলমেশিন রোনালদোও উদযাপন করতে সময় নেননি। মাত্র ১৩ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গ্রাউন্ড শটে রোমার গোলরক্ষককে পরাজিত করেন এ পর্তুগীজ। ডান প্রান্তের কোনা দিয়ে মাটি কামড়ে চলে যাওয়া তার বা পায়ের শটটি শুয়েও নাগাল পাননি পাও লোপেজ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় তুরিনের বুড়িরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরীয়া রোমা বেশ কয়েকবার ভালো আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি। উলটো নিজেদের ভুলে স্বাগতিকদের গোল উপহার দিয়ে বসে সফরকারীরা। ৬৯ মিনিটের মাথায় রোনালদোরা আক্রমণে যান। গোলপোস্টের সামনে থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজদের জালেই বল জড়িয়ে দলকে হতাশায় ডোবান রোমা ডিফেন্ডার রজার ইবানেজ।

এ জয়ে সিরি আ পয়েন্ট টেবিল জমজমাট করে তুললো আন্দ্রে পিরলোর শিষ্যরা। ২১ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে এসি মিলান ও জুভেন্টাস যথাক্রমে ৪৬ ও ৪২ পয়েন্ট নিয়ে পরের দুই স্থান দখল করে আছে।