ভারানের জোড়া গোলে লা লিগায় দুইয়ে রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার আপডেট: ১১:৩৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার
শনিবার (৬ ফেব্রুয়ারি) হুয়েস্কার মাঠে জয় পেতে শেষ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। ১-১ গোলে সমতায় থাকার পর শেষমেশ ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মাদ্রিদের হয়ে গোল দুটি করেন রাফায়েল ভারানে। এ জয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লস ব্লাংকোসরা।
ম্যাচটিতে গোলপোস্ট বাঁধা হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বড় হতে পারতো। দুই দলের ভালো কয়েকটি সুযোগের বল জালে জড়ানো থেকে আটকে দেয় পোস্ট। ম্যাচের প্রথমার্ধে বিচ্ছিন্ন কিছু আক্রমণ ছাড়া তেমন কোনো প্রভাব দেখা যায়নি কোনো দলের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। মাদ্রিদের ছন্নছাড়া ডিফেন্সের সুযোগ নিয়ে গোলবক্সের লাইনে দৌড়ে আসা জাভি গালানকে বল যোগান দেন শিঞ্জি ওকাজাকি। দারুণ এক শটে ডানপ্রান্তের উপরের কোনা দিয়ে বল জালে পাঠান গালান। রিয়াল গোলরক্ষক কর্তোয়া লাফিয়েও বলের নাগাল পাননি।
অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি সফরকারীরা। ৫৫ মিনিটের মাথায় আক্রমণভাগে একটি ফ্রি-কিক থেকে গোল বক্সের ভিতর বল চালান দেন করিম বেনজেমা। হুয়েস্কা ডিফেন্ডারদের পরাস্ত করে ভিড়ের মধ্যে থেকে বলটি জালে পাঠান ভারান।
দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুই দলই কিছু গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। তবে আবারও ফ্রি-কিক কাজে লাগায় টনি ক্রুস-ভারানরা। বক্স লাইন থেকে ক্রুস ফ্রি-কিক করলে বক্স থেকে বল টার্গেট করে আবারও একই নৈপুণ্যে হেডে বল জালে পাঠান ভারান। এতে ২-১ ব্যবধানে জয় পেয়ে স্বস্তির ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অল হোয়াইটসরা।