জলবায়ূ পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
আজ জলবায়ূ পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। ২৫ সেপ্টেম্বর গ্লোবাল ডে অব অ্যাকশন। যে উপায়েই হোক বাঁচাতে হবে আমাদের পরিবেশ, মানুষ ও জনপদ। সে কারণেই বিশ্ব জুড়ে পালিত হচ্ছে দিনটি।
বিশ্ব করোনা ভাইরাসের মহামারীর মধ্য দিয়ে গেলেও পরিবেশ দূষণ থেমে নেই, থেমে নেই জলবায়ূ পরিবর্তনের ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলা তাই জলবায়ূ ন্যয্যতার দাবি এখন সবখানে।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সামনে এই ন্যয্যতার দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন। তাদের হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন। তাতে দাবি তোলা হয়েছে, জলবায়ূ জরুরি অবস্থা ঘোষণার। ধরিত্রিকে এখন না বাঁচালে আর কখনোই বাঁচানো যাবে না। গাছ, পানি ও প্রকৃতিকে বাঁচালেই বাঁচবে পৃথিবী।