চ্যালেঞ্জের মুখে রোনালদোরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
চলতি মৌসুমে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সামনে টানা ১০ লিগ শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়ার হাতছানি। ২০১১ সাল থেকে টানা ৯ বার সিরি আ শিরোপা জিতেছে তারা। কিন্ত এবার যেনো কিছুটা ছন্নছাড়া হয়ে গেছে তুরিনের বুড়িরা।
দুই মিলান শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে আগেই। আজ শিরোপার দৌড়ে পয়েন্ট টেবিলের তিনে উঠতে রোমার বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোরা। নিজেদের মাঠ আলিয়াঞ্জে বাংলাদেশ সময় রাত ১১ টায় রোমার বিপক্ষে লড়বে জুভে।
মিলানের দুই ক্লাব ইন্টার ও এসি মিলান প্রায় এক যুগ পর শিরোপা দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই করছে। অপরদিকে এ মৌসুমের শিরোপা রেইসে খানিকটা পিছিয়েই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে আছে রোমা। তবে রোমাকে হারিয়ে তিন নম্বর পজিশনটা দখলে নেওয়ার সুযোগ লুফে নিতে চান জুভে কোচ আন্দ্রে পিরলো। লা লুপাদের চেয়ে এক ম্যাচ কম খেলে জুভেন্টাসের পয়েন্ট ৩৯।
গত মাসে শেষবার ইন্টার মিলানের কাছে হেরেছে তুরিনের বুড়িরা। এরপর টানা ৫ ম্যাচ জয়ের ধারায় পিরলোর শিষ্যরা। কোপা ইতালিয়ার সবশেষ ম্যাচে জোড়া গোল পাওয়া রোনালদোও আছেন দারুণ মেজাজে। তবে, আর্জেন্টাইন সেনসেশন পাওলো দিবালার ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা।
মুখোমুখি সবশেষ ১০ দেখায় আধিপত্য দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরাই। তাদের ৫ জয়ের বিপরীতে রোমার জয় ৩টিতে। আলিয়েঞ্জের ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে টিকে থাকতে চাইবে ইয়েলো রেড রোমা।