অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্টেডিয়ামের বাইরে করোনা টেস্টে, নেগেটিভ হওয়ামাত্র ভেতরে দর্শক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার   আপডেট: ০৫:১৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

মাত্র ১৫ মিনিটে কোভিড-১৯ টেস্টের ফল। নেগেটিভ হলে সঙ্গে সঙ্গে দর্শকরা টিকিট কেটে স্টেডিয়ামে প্রবেশ করে প্রিয় দলের খেলা উপভোগ করছেন। এভাবেই কাতারে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ মাঠে বসে উপভোগের সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

র‌্যাপিড টেস্টে সময় কম লাগায় এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দর্শকরা। করোনায় অবরুদ্ধ থাকার পর স্থবিরতা কাটিয়ে ধীরে ধীরে দর্শকশূন্য গ্যালারিতে প্রাণ ফিরছে।

কাতারে চলমান ক্লাব বিশ্বকাপ দেখার সুযোগ পেয়ে দর্শকরা আনন্দিত। স্টেডিয়ামে প্রবেশের আগে টেস্ট প্রক্রিয়ায় নেই কোনো দীর্ঘসূত্রিতা। অনেকটাই যেন টিকিট কাটার মতো সহজ। দুটি স্টেডিয়ামে হচ্ছে এ বিশ্বকাপের খেলা। কেউ খেলা দেখতে চাইলে অনলাইনে টিকিট বুকিং দিতে হবে। ম্যাচ শুরুর আগে ভেন্যুতে গিয়ে করতে হবে করোনা শনাক্তের র‌্যাপিড পিসিআর টেস্ট। ১৫ মিনিট পর নেগেটিভ হলেই হাতে আসবে টিকেট।

এর আগে অ্যামির কাপের ফাইনালে একই প্রক্রিয়ায় মাঠে দর্শক প্রবেশের সুযোগ করে দেয় দেশটির আয়োজকরা। সহজ ও সফল হওয়ায় ফিফাও এই পদ্ধতি গ্রহণ করেছে। খেলা দেখতে পেরে দর্শকরাও সন্তুষ্ট।

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাগতিক ক্লাব আল আহলির সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।