অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে উঠবে মূল্যায়নের ভিত্তিতে

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ১২:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

করোনা ভাইরাসের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা বাতিল করা হলেও শিক্ষার্থীদের অটো প্রমোশনে নবম শ্রেণিতে ওঠার সুযোগ থাকছে না এবছর। কোনও একিট মূল্যায়নের ভিত্তিতে তাদের নবম শ্রেণিতে উঠতে হবে। তবে সে মূল্যায়ন পদ্ধতি কি হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে বোর্ডগুলো ভাবছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের একটি বৈঠকের পর ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের এসব কথা জানান।