অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৮ মিনিটে ৫ গোল, অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০২:০২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

কোপা ডেল রের সেমিফাইনালে উঠতে দারুণ নাটকীয়তার জন্ম দিলো বার্সেলোনা। ২-০ গোলে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের পারফরম্যান্সে গ্রানাডার বিপক্ষে ৫-৩ গোলের জয় পায় কাতালানরা। মাত্র ১৮ মিনিটে ৫ গোল করেছে বার্সা। জোড়া গোল গ্রিজম্যান ও জর্দি আলবার। এছাড়া, ৩০০  অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

কামব্যাকের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেসিরা। ৮৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচ বের করে আনলেন নিজেদের আয়ত্তে। সময়মতো জ্বলে উঠেছেন গ্রিজম্যান-আলবা-ইয়ং।

ম্যাচের প্রথমার্ধেই ৩৩ মিনিটে ও ৪৭ মিনিটে বার্সার জালে বল জড়ায় বার্সেলোনা। বার্সা শিবির একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না। মেসির একারই অন-টার্গেট শট ৭ টি। ১২০ মিনিট মাঠে থেকেও গোল পাননি তিনি। অবশ্য সময়মতো দুই অ্যাসিস্ট করে দলের জয়ে অনব্দ্য ছিলেন তিনি।

দুই গোলে পিছিয়ে থাকা বার্সার প্রথম গোল আসে ৮৮ মিনিটে গ্রিজম্যানের পা থেকে। মেসির বাড়িয়ে দেয়া বল একদম গোলপোস্টের পাশে গিয়ে শুয়ে পা দিয়ে ক্রিটিক্যাল কোণ থেকে জালে জড়ান গ্রিজম্যান। ২-১ গোল এগিয়ে গিয়ে উদযাপনের সময় পায়নি কাতালানরা। আবারও মধ্যমাঠে বল নিয়ে দ্রুত খেলা শুরুর তাড়া করে তারা।

অতিরিক্ত সময়ের ২ মিনিট অপর ৯২ মিনিটের মাথায় আবারও বক্সের বাইরে থেকে মেসির বাড়িয়ে দেয়া বল। উদ্দেশ্য গ্রিজম্যান। এবার এ ফরাসি বলে মাথা ঠেকিয়ে বাড়িয়ে দিলেন পোস্টের সামনে। ডিফেন্ডারদের বোকা বানিয়ে তাতে আবারও মাথা ঠেকিয়ে জালে জড়ান আলবা। এবার ম্যাচের আশা জিইয়ে রেখে উদযাপন করে কাতালানরা।

২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিটে আবারও মেসি-গ্রিজম্যান কেমিস্ট্রি। মেসির বাড়িয়ে দেয়া বলে গ্রিজম্যানের হেডে বল গ্রানাডার জালে গেলে স্কোরলাইন ৩-২ দাঁড়ায়।

৩ মিনিট বাদেই পেনাল্টি থেকে সমতায় ফেরে গ্রানাদা। আবারও এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বার্সা। ৫ মিনিট পরই স্কোরটাকে ৪-৩ এ নিয়ে যান ফ্র্যাঙ্কি ডি ইয়ং। মেসির শট ঠেকিয়ে দিলেও সামনে থাকা ইয়ংকে আটকাতে পারেননি গ্রানাডা গোলরক্ষক।

১১৩ মিনিটে আলবার দ্বিতীয় গোলে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় কোম্যানের শিষ্যরা। হাসিমুখে কারিগর গ্রিজম্যানকে নিয়ে উদযাপনে মাতেন এ স্প্যানিশ লেফটব্যাক। গ্রানাদায় ম্যান অব দ্য নাইট আর কে? ফ্রেঞ্চম্যান গ্রিজম্যান।