৫ ফেব্রুয়ারি থেকে কলকাতায় পাঁচদিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:০৩ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
৫ ফেব্রুয়ারি থেকে কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। পাঁচদিনের এই উৎসব চলবে ৯ ফেব্রুযারি পর্যন্ত। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উৎসব উদ্বোধন করার কথা রয়েছে। থাকবেন বাংলাদেশের বেশ কয়েকজন চিত্রতারকাও।
সম্পূর্ণ বাংলাদেশের সিনেমা নিয়ে এ উৎসবের এবার তৃতীয় আয়োজন। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন।
পাঁচদিনের এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি সিনেমা।
উৎসবে যে ছবিগুলো দেখানো হবে:
জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক, ছুঁয়ে দিলে মন, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়স্কোপ, মুসাফির, আয়নাবাজি, সত্তা, ভুবনমাঝি, সেরা নায়ক, পোড়ামন ২, দেবী, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তরজ্বালা, মায়া দ্য লস্ট মাদার, কাঠবিড়ালী, একাত্তরের গণহহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণআদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, ইসমাইলের মা, শাটল ট্রেন ও ন ডরাই।