অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা শনাক্ত করছে কুকুর!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার  

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির বিমানবন্দরে করোনা আক্রান্ত যাত্রী শনাক্তে ব্যবহার করা হচ্ছে কুকুর। হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের এক গবেষণার ভিত্তিতে এই প্রকল্প শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে ১৬ টি কুকুর চার শিফটে কাজ করছে করোনা আক্রান্ত রোগী খুঁজে বের করতে। 

বিমানবন্দর পরিচালনা প্রতিষ্ঠান ফিনাভিয়ার (ফিনিশ সিভিল এভিয়েশন এডমিনিস্ট্রেশন) মতে, কুকুরের সাহায্যে করোনা রোগী শনাক্তের সফলতা  প্রায় শতভাগ। যেখানে করোনা শনাক্তে একটি কিটের প্রয়োজন ১.৮ মিলিয়ন অণু প্রয়োজন সেখানে মাত্র ১০-১০০ অণুর উপস্থিতিতেই শনাক্ত করতে পারে কুকররা। 

করোনা পরীক্ষায় অবশ্য কুকুর ও যাত্রীদের মাঝে সরাসরি কোনো যোগাযোগ হয় না। যাত্রীরা একটি কাপড়ে তাদের ত্বক ঘষে তা ঝুলিয়ে  দেন, পরে কুকুর এসে তা শুঁকে করোনা শনাক্ত করে। সেখানে কেউ ভাইরাস বহনকারী হলে তাকে স্বাস্থ্য তথ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। 

কুকুরেগুলোকে প্রশিক্ষণ দিয়েছে ওয়াইজ নোজ নামে এক ফিনিশিয় সংস্থা। যারা ঘ্রান শনাক্তে বিশেষভাবে পারদর্শী। আর সবগুলো কুকুরেই একই কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিলো।  

এ প্রসঙ্গে বিমানবন্দরের পরিচালক বলেন, কোভিড-১৯ মোকাবেলায় এটা হতে পারে এক বড় পদক্ষেপ।