অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চবির ভবন নির্মাণে দুর্নীতি: জি কে শামীমকে গ্রেপ্তার দেখালো আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে ৭১ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুদকের মামলায় জিকে শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

মামলায় জিকে শামীমসহ আরেক আসামি হলেন দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরী।

মামলায় বলা হয়, ভুয়া কাগজপত্র দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ একাডেমিক ভবনের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ নির্মাণের ৭১ কোটি টাকার কাজ হাতিয়ে নেয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স। দুদকের অনুসন্ধানে এই জালিয়োতি উঠে আসার পর গত বছরের ২২শে নভেম্বর জিকে শামীম ও ফজুলল করিমের নামে মামলা করে দুদক।