ফুটবলারদের আগে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিতে বললেন ফিফা সভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
বিশ্বের বেশিরভাগ দেশে ইতোমধ্যে পৌঁছে গেছে করোনা ভ্যাকসিন। তবে পুরোপুরি স্বস্তিতে নেই কেউ। ভ্যাকসিনের বন্টন ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ভ্যাকসিন পাওয়ার তালিকায় প্রথমে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষদের থাকার কথা। কিন্ত ফুটবলার, ক্রিকেটার সহ বিভিন্ন অ্যাথলেট-রাজনীতিবিদদের নিয়ে মাতামাতি চলছে সবখানে। দেশে দেশে ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকা নিয়ে আপত্তি তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এবার হু'র সেই আলোচনায় যোগ দিয়ে তাদের সঙ্গে সুর মেলালেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের রেখে ফুটবলারদের করোনা ভ্যাকসিনের তলিকায় প্রথম সারিতে রাখা ঠিক হবে না বলে মনে করছেন তিনিও।
বিশ্বজুড়ে ভ্যাকসিনের সঠিক বন্টনের দিকেও জোর দেন ফিফা বস। জানান, কোনো অবস্থায় সাধারণ মানুষের আগে খেলোয়ারদের অগ্রাধিকার তালিকায় রাখা যাবে না। এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের বাদ দিয়ে ফুটবলারদের নিয়ে আলোচনার কোন অর্থ হয় না। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষদের সবার আগে দেয়া উচিত।
''আমি জানি অনেক টুর্নামেন্ট অপেক্ষা করছে। সেগুলো শুরুর আগে অবশ্যই সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। তবে মানুষের জীবনের চেয়ে কোনো ক্রীড়ার আসর বড় হতে পারে না।''
২০২২ কাতার বিশ্বকাপের এখনও এক বছরেরও বেশি সময় বাকি। এরমধ্যেই বিশ্ব কোভিড ভয়াবহতা কাটিয়ে উঠবে বলেও আশা করছেন ফিফা সভাপতি। তার বিশ্বাস, কাতারের প্রতিটি স্টেডিয়াম দর্শক-সমর্থকদের উল্লাসে মুখরিত থাকবে। একটা দুর্দান্ত বিশ্বকাপের অপেক্ষায় আছেন ইনফান্তিনো।