দেশে টিকা গ্রহণকারীদের মাত্র ২ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়া
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার আপডেট: ০৬:৪৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা
টিকা কার্যক্রম উদ্বোধনের পর দেশে এ পর্যন্ত মোট ৫৬৭ জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে ১-২ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরে তারা সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি দেশে করোনা ভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। ওইদিন প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স। এছাড়া স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা কর্মকর্তাসহ ২৬ জন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ওইদিন টিকা নেন। তাদের মধ্যে ডা. নাসিমা সুলতানাও ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, টিকা নেয়ার পর কয়েকজনের জ্বর এসেছিলো। তবে পরে তারা সুস্থ হয়েছেন।