অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

মঙ্গলবার প্রশিক্ষণ দেবেন অমিতাভ রেজা, আড্ডায় মাতাবেন অর্নব-সুনিধি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৬:১৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

অমিতাভ রেজো চৌধুরী ও শায়ান চৌধুরী অর্ণব-সুনিধি নায়েক। 

অমিতাভ রেজো চৌধুরী ও শায়ান চৌধুরী অর্ণব-সুনিধি নায়েক। 

সফলভাবেই আয়োজিত হচ্ছে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সোমবার (১ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ক্ষুদে নির্মাতাদের প্রোডাকশন ডিজাইনের উপর কর্মশালা নেন রঞ্জন চৌধুরি। 

এদিকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উৎসবের কার্যক্রম ও প্রদর্শিতব্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা চিলড্রেন্স ফিল্ম বাংলাদেশ। যেখানে বলা হয়, এদিন ক্ষুদে পরিচালকদের প্রশিক্ষণ দেবেন ‘আয়নাবাজি’ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আড্ডায় যুক্ত হবে কন্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও তার স্ত্রী সুনিধি নায়েক। 

প্রদর্শিত হবে যেসব চলচ্চিত্র-

কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন 

* সকাল ১১টায়: দ্যা বল অফ দ্যা ক্যাটস (ফ্রান্স), ভাইরাল গার্ল (ফিলিপিন), স্কাই সান, টাইল সান (ইরান), বাটার টোস্ট (ইন্ডিয়া),  মাই টাগালং (কানাডা), দ্যা হ্যাপিনেস অফ সাম (ফ্রান্স), দিস ইজ মাই নাইট (ইজিপ্ট), ডোয়াহ (নরওয়ে), ভেরি মেরি ক্রিস্টমাস জেরি (ব্রাজিল), দ্যা টাচিং (চেক রিপাবলিক)।

* দুপুর ২টায়: উইকেড ডেসায়ারস (ইটালি), লেস সোসিউর দে লুইস (ফ্রান্স), কিপ ইট (পোল্যান্ড), মিল্ক টফি (ইন্ডিয়া), মাই অনলি সানসাইন (সিঙ্গাপুর), জেবির (ইরান), লোয়েস্ট ফ্লোর (ইরান), দ্যা ক্যাসেল (ইরান)।

* বিকাল ৪টা: দ্যা থ্রেড (ইন্ডিয়া), অডিয়েন্স লাফ (ইরান), বায়োস্কোপ (বাংলাদেশ), দ্যা বয় এন্ড দ্যা মাউন্টেইন (চিলে), ঘর (বাংলাদেশ), বাটিকবাবু (বাংলাদেশ), নিনা এন্ড দ্যা স্কাই (ইতালি), লাইট ইয়ারস আওয়ে (বাংলাদেশ)। 

* বিকাল ৬টা : আমার বন্ধু রাশেদ (বাংলাদেশ) ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিত

* সকাল ১১টায় : মর্নিং (ইরান), ডিপ ফিয়ারস (যুক্তরাষ্ট্র), এডপশন (ফ্রান্স), আইভেট এন্ড মিচুকো (স্পেন), দ্যা লাস্ট ইমব্রেস (ইরান), এনাদার হাকুনা মাতাতা (ইন্দোনেশিয়া), উইন্টার মেমরিস (ইরান), কর্মাঘর (ইন্ডিয়া), এ টাইনি টেল (ফ্রান্স), মাইগ্রান্টস (ফ্রান্স), দ্যা হ্যাপিনেস অফ সাম (ফ্রান্স), থ্রি মুরস এন্ড উন টোইট

* (ফ্রান্স), দ্যা ম্যাজিক (ইন্ডিয়া)।
* দুপুর ২টায় : উড়োপোকা (ইন্ডিয়া), এ টিনেজারস ডায়েরি (হংকং)।
* বিকাল ৪টায় : হি সি হি টাটাটা (চীন), দ্যা আমেজিং এডভেঞ্চারস অফ অওসাম (যুক্তরাজ্য), কানেক্টেড (যুক্তরাষ্ট্র), সানসোন (ইতালি), বিহান-টিউন অফ ফেইথ (ইন্ডিয়া)।