নেইমার থাকছেন পিএসজিতেই, চান এমবাপেও থাকুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলছেন নেইমার। আগামী মৌসুমের দলবদলে তিনি পিএসজি ছেড়ে কোথাও যেতে চান না। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকেও পাশে চান এ ব্রাজিলিয়ান তারকা।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে ২০১৭ সালে পিএসজির কাছে নেইমারকে বিক্রি করেছিলো বার্সেলোনা। কিন্ত, আগামী মৌসুমে ন্যু ক্যাম্পের মাটিতে আবারও তাকে পেতে চাইছে কাতালানরা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির ক্লাব ছেড়ে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আর্জেন্টাইন সুপারস্টারের অভাবে দলে নেইমারের মতো প্রতিভাবান খেলোয়াড় ভেড়ানোর বিকল্প দেখছে না বার্সা।
অপরদিকে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদের আর ১৮ মাস বাকি আছে এমবাপের। ক্লাব থেকে কয়েকবার প্রস্তাব দেয়া সত্ত্বেও চুক্তি নবায়নে রাজি হননি ফরাসি সেনসেশন। তিনি নতুন চ্যালেঞ্জ চান তা আগেই জানিয়েছিলেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে পেতে মুখিয়ে আছে। পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে যাবার পর আগের মত অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারছে না লস ব্লাংকোসরা। তাই বিশ্বকাপজয়ী স্পিডস্টার এমবাপেকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় অল হোয়াইটসরা।
ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফওয়ানকে নেইমার জানান, আমি পিএসজিতে মানিয়ে নিয়েছি। এখানে বেশ সুখে আছি। প্যারিস ছেড়ে কোথাও যেতে চাইনা। আশা করবো কিলিয়ানও আমার সঙ্গে থাকবে। পিএসজির প্রত্যেক সমর্থক একই আশা করছে। কিলিয়ান আর আমার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। একসঙ্গে খেলতে দারুণ উপভোগ করি আমরা।