অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়ালকে টপকে গেলো বার্সেলোনা, মেসির দুর্দান্ত ফ্রি-কিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ১১:২৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

এক মাসের মধ্যে তিনবার অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হলো বার্সেলোনা। দুটিতে জয় পেলেও সুপারকোপার ফাইনাল হেরে শিরোপা খোয়ায় তারা। তাই রবিবার (৩১ জানুয়ারি) নিজেদের মাঠের খেলায়ও স্বস্তিতে ছিলো না কাতালানরা। তবে সব আশংকা উড়িয়ে দিয়ে মেসি-গ্রিজম্যানরা বিলবাওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পান। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে এ স্প্যানিশ জায়ান্ট।

নিজেদের মাঠে শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে বার্সেলোনা। ১৪ মিনিটের মাথায় পিয়ানিচের করা শট গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা মেসির বুক বরাবর ছুটে যায়। বল নামানোর সুযোগ না পেয়ে বুক দিয়েই পোস্টের দিকে ধাক্কা দেন এ আর্জেন্টাইন। অল্পের জন্য গোলবারের উপর দিয়ে চলে যায় বল।

তবে গোলের দেখা পেতে বেশি দেরি করতে হয়নি লিওনেলকে। ম্যাচের ১৯ মিনিটের মাথায় আক্রমণে থাকা মেসিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন বিলবাও ডিফেন্ডার। মেসির জন্য সুবিধাজনক এলাকায় ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। দারুণ কিকে গোলবারের ডান পার্শ্বে ঘেষে বিলবাও গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়েই বার্সেলোনা ক্যারিয়ারের ৬৫০তম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে তার ১২ নম্বর লিগ গোল এটি। 

প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়িয়ে বিলবাওকে গোল উপহার দেন জর্দি আলবা। বাম দিকে আসা রাউল গার্সিয়ার ক্রস ঠেকাতে পা এগিয়ে দিয়েছিলেন তিনি। পায়ে লেগেই বল চলে যায় জালের ভেতরে। ১-১ সমতায় থাকায় চাপে পড়ে যায় রোনাল্ড কোমানের শিষ্যরা।

এরপর ম্যাচের সময় গড়ালেও গোল আসছিল না। অবশেষে ৭৪ মিনিটে বার্সা শিবিরে স্বস্তি আনেন গ্রিজম্যান। দেম্বেলের বাড়ানো বল ডান দিক থেকে গ্রিজম্যানের উদ্দেশ্যে বাড়ান মিনগেসা। নিখুঁত ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন এ ফরাসি।

এ ম্যাচ জয়ের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চলে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান ৪১ পয়েন্ট লস ব্লাংকোসদের। তবে গোল ব্যবধানে রিয়ালের চেয়ে এগিয়ে বার্সেলোনা। দল দুটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।