অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির হল খুলছে ১৩ মার্চ থেকে 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৭:২৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার

আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পরীক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। করোনা মাহামারির কারণে বন্ধ রাখার দশমাস পর হল খোলার এই সিদ্ধান্ত নিলো ঢাবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কারা হলে উঠতে পারবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর সাথে যোগাযোগ করে এক সপ্তাহের মধ্যে তালিকাও প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।

**মার্চের প্রথম সপ্তাহে ঢাবির আবাসিক হল খুলছে

বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষার অগ্রাধিকারের ভিত্তিতে হলে থাকার সুযোগ পাচ্ছেন। এছাড়া যাদের কোনো পরীক্ষা নেই তারা অবস্থান করতে পারবেন না বলে জানা গেছে।

এছাড়াও সভায়, শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

গত ২৭ জানুয়ারি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির নিয়মিত সভায় সিদ্ধান্ত হয় হয় মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। সিদ্ধান্ত হয়েছে। 

করোনা পরিস্থিতির কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই গত বছরের মার্চের মাঝামাঝি থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। দশমাস পর হল খোলার এই সিদ্ধান্ত নিলো ঢাবি প্রশাসন। 

করোনা মহামারি শুরু হলে গত বছরের ২০ মার্চ আবাসিক হলগুলো খালি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হলেও চূড়ান্ত পরীক্ষাগুলো আটকে আছে। গত মাসে হুট করে পরীক্ষার তারিখ ঘোষণা করলে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা সীমিত পরিসরে হলগুলো খুলে দেওয়ার দাবিতে সোচ্চার হয়।