চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি বিএনপির
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০৩:২৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার
ইভিএমে ভোটের সংখ্যার প্রিন্টেড কপি না দেওয়া, ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব না দেওয়া এবং নিজের ৪ থেকে ৫ শতাংশ ভোট কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি মামলা করার হুমকি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরের নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি।
ডা. শাহাদাত হোসেন গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, ভোটের দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬০টি কেন্দ্রে ঘুরেছি। সব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করা দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে আসতে দেয়নি। নির্বাচনের আগে থেকে তাদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় পুলিশ। ভোটের হিসেবের প্রিন্ডেট কপি চেয়েছিলাম কিন্তু তারা আমাদের সাজানো কপি দিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব চেয়েছিলাম, তারা দিতে পারেনি। জালিয়াতি করে আমার ৪ থেকে ৫ শতাংশ ভোট তারা কেড়ে নিয়েছে। সুনির্দিষ্ট এই তিন কারণে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে।
ডা. শাহাদাত সংবাদ সম্মেলনে নানা অনিয়ম তুলে ধরে সদ্য সমাপ্ত চসিক নির্বাচন বাতিল করে পূনঃনির্বাচন দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, এম এ আজিজসহ বিএনপির দলীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন ।