নতুন বিলে অনড় অস্ট্রেলিয়া, প্রত্যাখ্যাত জাকারবার্গ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০২:০৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার
অস্ট্রেলিয়ার নতুন বিল প্রসঙ্গে আলোচনা করতে দেশটির আইন প্রণেতাদের সাথে দেখা করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
বৈঠক শেষে রবিবার (৩১ জানুয়ারি) অস্ট্রেলিয়ান অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ জানান, বিলে কোন পরিবর্তন আনা হবে না। বিলটি পাস হলে অস্ট্রেলিয় গণমাধ্যমের সংবাদ শেয়ার করলে আয়ের কিছু অংশ দিতে হবে ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠানকে।
বৈঠকে জাকারবার্গ ও ফ্রাইডেনবার্গের পাশপাশি অংশ নেন অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী পল ফ্লেচার। সেখানে এই আইন কীভাবে ফেসবুকের উপর প্রভাব ফেলবে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
অস্ট্রেলিয়ান সংবাদ প্রকাশ করলে গণমাধ্যমগুলোকে আয়ের কিছু অংশ দেয়ার বিধান রেখে নতুন আইন জারি করতে যাচ্ছে দেশটি।
আরও পড়ুন- **অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধের হুমকি গুগলের
বিশ্বের প্রথম দেশ হিসেবে গুগল, ফেসবুকের পাশপাশি অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এমন আইন তৈরি করেছে অস্ট্রেলিয়া। আইন পাস হওয়ার পর আগের কোন চুক্তি না থাকলে সংবাদের গুরুত্ব হিসেবে গণমাধ্যমকে টাকা দিতে হবে গুগল বা ফেসবুকের।
বিলের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় নিজেদের সার্চ ইঞ্জিন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে গুগল। আর ফেসবুক জানায় তারা আইন পাস হওয়ার পর আর কোন অস্ট্রেলিয় সংবাদ প্রকাশ করবে না।